বিচ্ছেদের পর অন্য পুরুষ, ভরণপোষণ পাবে না স্ত্রী
বিচ্ছেদের পর স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে
তাহলে তিনি আর প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনো ভরণপোষণ পাবেন না। এমনটা
জানিয়েই এক রায় দিয়েছেন ভারতের মাদ্রাজ হাইকোর্ট।
আজ সোমবার মাদ্রাজ
হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর কোনো স্ত্রী যদি অন্য
পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে তিনি আর তার প্রাক্তন
স্বামীর কাছ থেকে ভরণপোষণ বাবদ কোনো টাকা পাবেন না।
এমন রায়ের ব্যাখ্যায় বিচারক বলেন, বিয়ের আগে যেমন একজন স্ত্রী অন্য কোনো
পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন না, ঠিক তেমনই বিচ্ছেদের
পরও তাকে সেই আনুগত্য বজায় রাখতে হবে। অন্যথায় তাকে কোনো ভরণপোষণ দিতে তার
প্রাক্তন স্বামী বাধ্য থাকনে না।