কে সিনিয়র অ্যাডভোকেট ?
সিনিয়র অ্যাডভোকেট মানে শুধু আপিল বিভাগের অ্যাডভোকেট নয়। হাইকোর্ট বিভাগে ১০ বছর প্রাকটিস করার পর প্রথমত আপিল বিভাগে অ্যাডভোকেট হবার জন্য আবেদন করতে হয়।
আপিল বিভাগে অ্যাডভোকেট হবার পরে আরো ১০ বছর প্রাকটিসের বয়স হলে, প্রধান বিচারপতি বরাবরে সিনিয়র আইনজীবী হবার জন্য আবেদন করতে হয়।
প্রধান বিচারপতি মহোদয় ২ দিন তাকে অবজার্ভ করে সন্তুষ্ট হয়ে সার্টিফাই করলেই কেবল তিনি সিনিয়র লইয়ার হিসেবে স্বীকৃত হবেন।
সিনিয়র লইয়ার মানে টু-স্টার (দুই তারকা বিশিষ্ট) লইয়ার।
হাইকোর্ট বিভাগে ১০ বছর প্রাকটিস হয়ে গেলে একজন আইনজীবী ওয়ান-স্টার (এক তারকা বিশিষ্ট) লইয়ার হিসেবে স্বীকৃত হন।
বয়স বেশি হলেই উকিল সিনিয়র হয় না, বড়জোর একজন সিনিয়র মানুষ হতে পারেন